
মার্সেইয়ের বিপক্ষে খেলতে নেমে পায়ে আঘাত পাওয়ায় চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মহাগুরুত্বপূর্ণ ম্যাচটির আগেই পিএসজির ফরোয়ার্ড নেইমার সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করছেন অনেকেই। আগামী মাসের ৬ তারিখ ইউরোপ সেরা প্রতিযোগিতায় শেষ ষোলোর ফিরতি লেগে নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে পিএসজি।
এই ম্যাচটিতে প্রতিপক্ষ দলের গুরুত্বপূর্ণ ফরোয়ার্ডকে মাঠে দেখতে চান রিয়াল কোচ জিদানও। এর চেয়ে বড় কথা হচ্ছে নেইমারের ইনজুরির খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সাবেক সতীর্থকে মেসেজ পাঠালেন মেসি। নেইমারের শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানার জন্য হোয়াইটস অ্যাপে মেসেজ পাঠান বার্সা তারকা মেসি।
নেইমারের কাছে মেসি লেখেন, তোমার ইনজুরির খবর শুনেছি। এখন কী অবস্থা। মেসির মেসেজ পেয়েই তাৎক্ষণিক উত্তর দিয়েছেন নেইমারও। উত্তরে পিএসজির ফরোয়ার্ড বলেছেন, আমি ক্র্যাচে খেলব! রিয়ালের বিপক্ষে মাঠে নামার জন্য আমি মুখিয়ে আছি।
স্প্যানিশ আউটলেট ডিয়ারিও জানিয়েছে, মেসিকে নেইমার আরো বলেন, ওই ম্যাচে নিজের স্কিলের প্রদর্শনী দেখাতে চাই। সেই লক্ষ্যেই ফিটনেস ফিরে পেতে কঠোর পরিশ্রম শুরু করেছি। উপযুক্ত চিকিৎসা নিচ্ছি। উল্লেখ্য, সর্বশেষ মার্সেইয়ের বিপক্ষে ম্যাচের ৭৭ মিনিটে পায়ে গুরুতর চোট পান নেইমার। এরপর স্ট্রেসে করে মাঠ ছাড়েন।
