২২ শে অক্টোবর ২০১৬, মনে আছে সেই রাতটার কথা?

ভ্যালেন্সিয়ার সাথে বার্সার খেলা চলতেছে, হঠাৎ দর্শকদের মাঝ থেকে পানি ভর্তি বোতল ছুড়ে মারা হয় নেইমারকে লক্ষ করে,এবং সেটা নেইমারের মাথায় এসে লাগে, সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন নেইমার। সব প্লেয়ার এই দৃশ্যটি দাঁড়িয়ে উপভোগ করছিলো তবে একজন মেসি ছাড়া! সতীর্থকে মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় দেখে তিনি মেজাজ হারান! দর্শকদের দিকে তেড়ে যান। তবে দিনিয়ে আর বুসকেটস তাকে টেনে ধরে রাখে।

এই কথাটা আজকে নতুন করে বলার কারন হলোঃ

গতকাল রাতেও নেইমারকে দর্শকরা বোতল মেরেছিলো, সব প্লেয়ার দেখেছিলো দর্শকদের মতোই, তার জন্য এগিয়ে গিয়ে কিছু বলার মতো কেউ ছিলো না, কারন এই পিএসজিতে তো আর মেসি নামের কেউ একজন নেই! যদি থাকত তাহলে প্রতিবাদ করত।