বার্সেলোনা ক্লাবে খুব বেশি সুবিধা করতে পারছেন না উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজ। এ নিয়ে তার বার্সা ছেড়ে যাওয়ার গুজব ছড়িয়েছে। শেষপর্যন্ত সুয়ারেজের সমস্যার কারণ খুঁজে বের করলেন ক্লাবের প্রাণভোমরা লিওনেল মেসি। তার দাবি, নেইমার বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার কারণেই মাঠে নিজেকে ফিরে পেতে সংগ্রাম করছেন সুয়ারেজ।

স্প্যানিশ দৈনিক ডন ব্যালনের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। মেসির মনে করে, নেইমার বার্সা ছেড়ে যাওয়ার পর থেকেই নিজেকে খুজে পাচ্ছে না সুয়ারেজ। এর কারণ, মেসি-সুয়ারেজ-নেইমার মিলে বার্সা পেয়েছিল তাদের সেরা ত্রয়ই ‘এমএসএন’। সেখান থেকে নেইমার সরে যাওয়ার পর থেকেই পারফরম্যান্সে ঘাটতি পড়েছে সুয়ারেজের।

তবে পাঁচবারের ব্যালন ডি’অর জয় করা মেসি সুয়ারেজের জন্য ‘টোটকাও’ খুঁজে পেয়েছেন। তিনি বলেন, উসমান ডেম্বেলে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেই, তার মধ্যে নেইমারের ছায়া খুজে পাবেন সুয়ারেজ। ফলাফল, আবারও নতুন করে মাঠ কাঁপাতে পারবে সুয়ারেজ।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ১১ বার চেষ্টার পর তিনটি গোল করেছেন ৩০ বছর বয়সী সুয়ারেজ। অ্যাসিস্টও করেছেন তিনটি গোলে। সবমিলিয়ে দেখলে তার যোগ্যতা অঅনুযায়ী খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন সুয়ারেজ।