রাশিয়া বিশ্বকাপে এক গ্রুপে পড়েছে আর্জেন্টিনা ,ক্রোয়েশিয়া, নাইজেরিয়া, আইসল্যান্ড।  আর তাই বিশ্বকাপ শুরু করার আগেই বন্ধু সাবেক বার্সা সতীর্থ মেসিকে সতর্ক করলেন নেইমার।  তিনি বলেন আইসল্যান্ড বিশ্বকাপে চমক দেখাতে পারে। নাইজেরিয়া, ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনার জন্য তারা হতে পারে মাথা ব্যথার কারন।

প্লেয়ার ট্রিবিউনে একটি সাক্ষাৎকারে এসেছিল নেইমার ও পিকে। সেখানেই দুজনে আলোচনা করে রাশিয়া বিশ্বকাপের দল গুলো নিয়ে, যারা চমক দেখাতে পারে জায়ান্টদের।

সেই সাক্ষাৎকারেই পিকে নেইমারকে প্রশ্ন করেন, কোন দল গুলো বিশ্বকাপে চমক দেখাতে পারে?জবাবে নেইমার বলেন, বিশ্বকাপে চমক, হ্যা, সেটা আইসল্যান্ড।

আমি তাদের খেলা দেখেছি।  তারা অনেক ভালো খেলে।  আমি তাদের খেলা পছন্দ করি।  তারা বিশ্বকাপে চমক দেখাতে পারে। বিশ্বকাপের ডাকহর্স তারা।