উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ হচ্ছে পিএসজি। আর সেখানে বার্সালোনার প্রতিপক্ষ হচ্ছে চেলসি। তবে এখানে বার্সালোনার প্রতিপক্ষ হচ্ছে পিএসজি আর রিয়ালের প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বায়ার্ন মিউনিখ। কিন্তু এটাকে আবার উয়েফা চ্যাম্পিয়নস লিগ ভেবে কেউ ভুল করবেন না। এটা উয়েফা যুব লিগ। আর এই লিগের শেষ ষোলোর ড্রয়েও কঠিন প্রতিপক্ষই পেয়েছে দুই স্পানিশ দল রিয়াল ও বার্সা।

চলুন দেখে নেই ড্রয়ে কোন দল প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল:

বায়ার্ন মিউনিখ এর মুখমুখি রিয়াল মাদ্রিদ।  ম্যানসিটি এর মুখমুখি ইন্টার মিলান।

অ্যাতলেটিকো মাদ্রিদ মুখমুখি বাসেল।

পোর্তো এর মুখমুখি সালজবার্গ।

পিএসজি এর মুখমুখি বার্সালোনা।

লিভারপুল এর মুখমুখি ম্যানইউ।

টটেনহাম এর মুখমুখি মোনাকো।

চেলসি এর মুখমুখি ফেইনর্ড।

ফেব্রুয়ারীর ২০ ও ২১ তারিখে হবে ম্যাচগুলো।