
লন্ডনে বর্ষসেরার অনুষ্ঠান শুরু হওয়ার আগে কথা বলেন নেইমার। বার্সা ও এই ইভেন্টে উপস্থিতি নিয়ে তার ভাষ্য। সেখানে নেইমার বলেন, ‘বার্সেলোনা ক্লাবটি সমসময় আমার হৃদয়ে থাকবে। এই ক্লাবটিতে আসাধারণ একটি সিজন কাটিয়েছি এবং আমি এটি ভুলতে পারবো না কখন, কিন্তু এখন আমাদের অন্য কিছু ভাবতে হবে। সেরাদের সঙ্গে এখানে অাসতে পারাটা গুরুত্বপূর্ণ।’
২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে চার বছরের বার্সা অধ্যায়ের (২০১৩-১৭) শেষ করে পিএসজিতে পাড়ি জমান নেইমার। তবে এবার তৃতীয় স্থানে থেকে ফিফার বর্ষসেরার দৌড় শেষ করেছেন ব্রাজিলীয়ান সুপারস্টার।
লিওনেল মেসি ও নেইমারকে টপকে টানা দ্বিতীয়বারের মতো নতুন নামে আসা ‘দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ ট্রফি উঁচিয়ে ধরেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারোকা ক্রিস্টিয়ানো রোনালদো।
