সময়ের অন্যতম সেরা  ফুটবল দল বার্সেলোনা।  বেশ জোরালো ঐতিহ্য তাদের। মেসি নেইমারেরা তাতে এনেদেয় নতুন মাত্রা। ভালই কাটছিল বার্সার দিনগুলো । কিন্তু একে একে ভাল খেলোয়াড় গুলো  চলে যাওয়াই কিছুটা ভাটা  পরেছে  বার্সেলোনা টিমে ।

নেইমার বার্সা ছেড়ে  পি এস জি তে গিয়ে যখন গোটা প্যারিস কাঁপাচ্ছে তখন অসহায় এর মতই মাঠে একা একা লাগে মেসিকে প্রিয় বন্ধু নেইমারকে ছাড়া । তবে এবার যে গুঞ্জন উঠেছে তাতে চোখ আকাশে উঠার মত ।

শোনা যাচ্ছে  বার্সেলোনা ছেড়ে দিবেন মেসিও! ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমা, মার্কো অ্যাসেনসিও, ইসকো-এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ দুর্দান্ত।  অবিশ্বাস্য ফর্মেও আছেন তারা।  এদের সঙ্গে যদি লিওনেল মেসিও বার্সেলোনা ছেড়ে যোগ দেন রিয়াল মাদ্রিদে?

যদি রোনালদোর সঙ্গে জুটি বেঁধে মাঠে নামেন মেসি?সঙ্গে বেল-বেনজেমা-এসেনসিওরা তো আছেনই।  তাহলে রিয়ালের আক্রমণভাগটা কেমন হবে, একবার কল্পনা করেছেন? সাময়িকের জন্য হলেও রিয়াল সমর্থকদের সেই কল্পনা করার একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছিলেন হ্যাকাররা!

শনিবার সকালে ক্লাবের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ড খুলেই রিয়াল মাদ্রিদ কর্তাদের চোখ কপালে।  বিস্ময়ভরে দেখতে পান নানা ভাষায় বিশাল একটা ঘোষণা দেওয়া হয়েছে।  বিভিন্ন ভাষায় সেই ঘোষণার অর্থ-রিয়াল মাদ্রিদে লিওনেল মেসিকে স্বাগতম! মানে মেসি বার্সেলোনা ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন।

বিস্ময় কাটিয়ে রিয়াল কর্তারা দ্রুতই বুঝে যান, দুইদিন আগে বার্সেলোনার ক্ষেত্রে যা ঘটেছিল, তাদের ক্ষেত্রেও সেই কাণ্ডই ঘটেছে।  তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে।

দুই দিন আগে বার্সেলোনার অ্যাকাউন্ট হ্যাক করে হ্যাকারারা ঘোষণা দিয়ে বসে, অ্যাঙ্গেল ডি মারিয়াকে বার্সেলোনায় স্বাগতম। বার্সার অ্যাকাউন্ট হ্যাক করেছিল সৌদি আরব ভিত্তিক গ্রুপ আওয়ারমাইন।  রিয়াল কর্তারাও খোঁজ-খবর নিয়ে জানতে পেরেছে, তাদের অ্যাকাউন্টও হ্যাক করেছে সৌদির ওই গ্রুপটিই।