১৫ তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট ২০১৮। এই আসরের আয়জক ভারত হলেও টুনামেন্টটি হবে সংযুক্ত আরব আমিরাতে। এই এশিয়া কাপে দূবাইয়ে বাংলাদেশ দলের পাশে থাকবেন ‘আইসিসির সেরা ফ্যানস’ নির্বাচিত বাংলার টাইগার মিলন।

সেই উদ্দ্যাশে আজ (১৩ সেপ্টেম্বর) সকালে দূবাইয়ের উদ্যেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে টাইগার মিলনের। তাই এবারের এশিয়া কাপে গ্যালারি থেকে পতাকা উড়াবেন টাইগার মিলন।

মিলন ২০১৭ সালের আই সি সির সেরা ফ্যানস নির্বাচিত হন।

অন্যনদিকে দুবাই প্রবাসীদের মাঠে এসে টাইগারদের সাপোর্ট দেওয়ার অনুরোধ জানিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

সাকিব আল হাসান বলেন, এখানে প্রচুর বাংলাদেশি আছেন। তারা আমাদেরর সমর্থন দিতে মাঠে আসবেন। যা আমাদের আলাদা অনুপ্রাণিত করবে।’