বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর ইতিহাসে সবচেয়ে কম বয়সে অধিনায়কের দায়িত্ব পালন করবে বাংলাদেশ জাতীয় দলের স্পিনার অলরাউন্ডার মিরাজ। বিপিএলের ৬ষ্ঠ আসরে রাজশাহী কিংস এর হয়ে অধিনাকত্বের দায়িত্ব পালন করবে এই অলরাউন্ডার।

বিপিএলে প্রথম বার হলেও এর আগে আইসিসি অনুর্ধ১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কে দায়িত্ব পালন করেছে মিরাজ। বাংলাদেশ ক্রিকেট দল চ্যাম্পিয়ন না হলেও তৃতীয় স্থান অধিকার করেছিল।

সেই সাথে হয়েছিলো টুর্নামেন্টেন সেরা খেলোয়াড়। বয়স ভিত্তিক ক্রিকেটে নেতৃত্ব দিয়েছে অনেক ম্যাচেই। তারি ধারাবাহিকতায় কিংসের দায়িত্ব দেওয়া হয়েছে তার হাতেই।