
ভারতের ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএল। সেই আইপিএলে প্রথমবারের মত দল পেল বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। মুস্তাফিজের সাবেক দল হায়দ্রাবাদ মেহেদি হাসান মিরাজ কে ২০ লাখ রুপিতে কিনে নিল। তবে অাইপিএলের নিলামে ডাকা হলো না মাহমুদউল্লাহ রিয়াদ এবং তামিম ইকবালকে।
অাইপিএলের নিলামে ব্যাটসম্যান ক্যাটাগরি ৩ এর লিস্টে ১৯৫ নম্বারে ছিলেন তামিম ইকবাল। তবে অাইপিএল নিলাম দ্রুত এগিয়ে নেওয়ার কারনে তামিমকে ডাকা হয়নি।
আইপিএল নিলামের আজ দ্বিতীয় দিন শেষ। গতকাল বিক্রি হয়েছে বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স ২ কোটি রুপিতে সাকিবকে কিনে নিয়েছে। অন্যদিকে মুম্বাই কিনে নিয়েছে মুস্তাফিজকে ২.২ কোটি রুপিতে।
