
উইন্ডিজদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরে পরাজিত হলেও র্যাংকিংয়ে উন্নতি করেছে মেহেদি হাসান মিরাজ। বোলিং র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে এসেছেন তিনি।
সিরিজ শুরু হওয়ার আগে মিরাজের রেংকিং ছিলো ৩৮ নম্বরে এখন এক ধাপ এগিয়ে হয়েছে ৩৭ নাম্বার। উইন্ডিজদের বিপক্ষে ৩৪ ওভার বল করে মিরাজ। এই ম্যাচে ছয় মেডেন ও ১০১ রান খরচ করে শিকার করেছে তিন উইকেট। এর সাথে সাথে বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে দ্রুত ৫০ উইকেট নেয়ার কৃতিত্ব স্পর্শ করেন এই অলরাউন্ডার।
দ্রুততম বাংলাদেশি হিসেবে দুর্লভ কীর্তি গড়ার দিন মোহাম্মদ রফিক, মাশরাফি মুর্তজা, শাহাদাত হোসেন, সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর ষষ্ঠ বাংলাদেশি হিসেবে ৫০ টেস্ট উইকেটের স্বাদও পেলেন তিনি। ৫০ উইকেট শিকারি বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে কম বয়সী ও একমাত্র ডানহাতি অফ-ব্রেক বোলার হিসেবে এই মাইলফলক অর্জন করেছেন ২০-বছর-বয়সী এই স্পিনার।
