বাংলাদেশ ক্রিকেট দলের স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ২০১৬ সালে টেস্ট ক্রিকেটের ম্যাধমে আন্তর্জাতিক পা রাখে মিরাজ। অভিষেকের পর থেকে আলো ছড়িয়ে যাচ্ছে এই ক্রিকেটার। তাই আজ দেখাবো তার ক্রিকেট ক্যারিয়ার।

টেস্ট ক্রিকেট ক্যারিয়ারঃ

এখন পর্যন্ত ১৪ টেস্টে ২৭ ইনিংস ব্যাটিং করে ১৫.৭৪ গড়ে করে ৩৬২ রান। শতক নেই অর্ধশতক রয়েছে ১টি। টেস্ট ক্রিকেটে তার চার ৩৯টি ও ছয় ৫টি।

টেস্টে ১৪ ম্যাচে ২৫ ইনিংস বলিং করে ২০৯৯ রান খরচ করে উইকেট নেয় ৫৮টি। ওভার প্রতি রান ৩.৩৬। ক্যারিয়ারে ৫ উইকেট ৪ বার ১০ উইকেট ১বার।

ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারঃ

এখন পর্যন্ত ১৭ ওয়ানডে ১১ ইনিংসে ২০.১ গড়ে ২০১ রান করে। শতক নেই অর্ধশতক একটি। ওয়ানডে ক্রিকেটে তার চার ১৫টি ও ছয় ২টি।

ওয়ানডে ১৭ ম্যাচে ১৬ ইনিংস বল করে ৫৯৬ রান খরচ করে উইকেট নেয় ১৪টি। ওভার প্রতি রান দেয় ৪.৩৫।

টি২০ ক্রিকেট ক্যারিয়ারঃ

এখন পর্যন্ত ১০টি টি২০ ক্রিকেটে ৯ ইনিংসে ৯.৫৭ গড়ে তার রান ৬৭। টি২০ ক্রিকেটে শতক বা অর্ধশতক নেই। চার রয়েছে ৫টি ও চার ৩টি।

টি২০ ক্রিকেটে ১০ ম্যাচে ১০ ইনিংসে ২৪৪ রান খরচ করে ৩ উইকেট শিকার করে। ওভার প্রতি ৮.৪১ রান খরচ করে।