মুহাম্মদ মিঠুন প্রথম বারের মত এশিয়া কাপে ডাক পেয়েছিলো। এবং প্রতি ম্যাচের একাদশে জায়গাও পেয়েছে এই ব্যাটসম্যান। একাদশে জায়গা পেয়ে ভালো পার্ফমেন্সও করেছেন তিনি।

এখন আসন্ন জিম্বাবুয়ে সিরিজেও ডাক পায়েছে এই ব্যাটসম্যান। দলে সুযোগ পেয়ে ভালো কিছু করার লক্ষ রয়েছে তার। তাই তিনি জানিয়েছে তার ব্যাক্তিগত কোন লক্ষ নেই। যখন দলের যা প্রয়জন সেই অনুযায়ী দেওয়ার কথা ব্যাক্ত করেছে তিনি।

আজ মিরপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মোহাম্মদ মিথুন। এসময় তিনি বলেন, ‘আমি ব্যক্তিগত কোনো লক্ষ্য নিয়ে খেলি না। আর করলেও কখনো সফল হতে পারি না। সেজন্য ব্যক্তিগত লক্ষ্যের দিকে না তাকিয়ে দলের যখন যা দরকার সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করতে হবে।’

বিশ্বকাপে খেলার ব্যাপারে জিজ্ঞাস করলে মোহাম্মদ মিঠুন জানায়, ‘আমি আসলে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করি। একটা সিরিজ শেষ হয়েছে। আমি আপাতত জিম্বাবুয়ে সিরিজ নিয়ে চিন্তা করছি। বিশ্বকাপের এখনও অনেক সময় বাকি। এর মধ্যে সুস্থ থাকতে হবে, পারফর্ম করতে হবে। অনেক কিছুর ব্যাপার আছে। আমি যদি ম্যাচ বাই ম্যাচ, সিরিজ বাই সিরিজ ভালো করতে থাকি তাহলে আমি বিশ্বকাপে সুযোগ পাব। আর বিশ্বকাপের স্বপ্ন তো সবার থাকে। আমারও স্বপ্ন আছে বিশ্বকাপে খেলার। তবে তার আগে অনেক ধাপ রয়েছে। আমাকে সেগুলো পার করতে হবে।’