বার্সা ছেড়ে চলে যাচ্ছেন বন্ধু নেইমার।  এতদিন একসঙ্গে কত স্মৃতি, কত কথা বলেছেন দুজন।  কিন্তু আবেগ ধরে রাখতে পারেননি লিও।  ইন্সটাগ্রামের এক পোস্টের মাধ্যমে নেইমারের সঙ্গে নানা মুহূর্তের ছবি স্লাইড শো করে প্রকাশ করেন মেসি।

সেই সাথে নেইমারকে শুভকামনা জানিয়ে মেসি লিখেছেন, নেইমারের সঙ্গে কাটানো গত কয়েকটি বছর ছিল দারুণ উপভোগ্য।  তবে ওর জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা।  আই লাভ ইউ। দলবদলের মৌসুম এলে অনেকেই নতুন করে ঘর বাঁধেন।  নেইমারও সেপথের প্রতীক।

আর তাই নেইমারকে টানতে বিপুল পরিমাণ অর্থের সঙ্গে সামঞ্জস্য আনতে ক্লাবটি ছেড়ে দিতে পারেন দুই-একজনকে ফুটবলারকে।  নেইমার চলে যাওয়ার পর বার্সার একটা আসন হবে শূন্য।  আর তাই তার বদলে বার্সেলোনা বিকল্প হিসেবে হাত বাড়িয়েছেন লিভারপুলের ব্রাজিলিয়ান তারকা ফিলিপি কুতিনহো, চেলসির বেলজিয়াম তারকা এডেন হাজার্ড ও টটেমহামের ইংলিশ মিডফিল্ডার ডেলি আলির দিকে।

এদের যে কাউকে দলে ভেড়ানোর সম্ভাবনা রয়েছে বার্সার। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোস দিয়ে শুরু হয় নেইমারের ক্লাব ক্যারিয়ার।  এরপর মেসির কারনেই বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন নেইমার।  কিন্তু নেইমার কত টাকায় বার্সায় নাম লেখালেন সেটা প্রথম দিকে প্রকাশ করেনি ক্লাবটি।

তারা শুধু বলেছেন, নেইমার বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন।  আর সেদিন ব্রাজিলীয়ান তারকাকে স্বাগত জানাতে ন্যু ক্যাম্পে হাজির হয়েছিল রেকর্ড পরিমাণ সাড়ে ৫৬ হাজার দর্শক। বার্সায় নাম লেখানোর পর থেকে নেইমার গোল করেছেন একশর বেশি।

গত অক্টোবরে ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তিও করেন তিনি।  বার্সেলোনার হয়ে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা ছুঁয়ে দেখেছেন নেইমার।  ২০১৫ সালের বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পাশেই ছিল নেইমারের নাম।