শ্রীলঙ্কার বিপক্ষে দুর্ধান্ত বলিং করেছে মহারাজ। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে একাই শ্রীলংকাকে লন্ডভন্ড করেন তিনি। তার বলিং যদুতে একাই তুলেনেন শ্রীলঙ্কার ৯ উইকেট। এই ইনিংসে ৯ উইকেট শিকার করার পরও ৩ রানের আক্ষেপ রয়ে গেলো গেল মহারাজের।

এর আগে ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে ১২৭ রান খরচ করে একাই ৯ উইকেট শিকার করেছিলেন শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ৷ এটিই ছিলো কোন বাহাতি স্পিনারের টেস্টে এক ইনিংসে সেরা বোলিং ফিগার৷ কিন্তু মহারাজ ১২৯ রান খরচ করে নেয় ৯ উইকেট৷ সুতরাং, আর ৩ রান কম খরচ করলেই হেরাথকে পিছনে ফেলে বাহাতি স্পিনার হিসেবে সেরা বোলিং ফিগারের রেকর্ডটা নিজের করে নিতে পারতেন মহারাজ।

দ্বিতিয় টেস্টের প্রথম দিনেই ৮ উইকেট শিকার করে মহারাজ। আজ সকালে শ্রীলঙ্কার শেষ উইকেটিও নিজের করে ৯ উইকেট শিকার করেন তিনি। তার দুর্দান্ত বোলিংয়েই শ্রীলঙ্কাকে ৩৩৮ রানে অল আউট করেছে দক্ষিণ আফ্রিকা।