কদিন আগেই আগে ব্যর্থতার দায় নিয়ে দিল্লির অধিনায়ক্ত্ব ছাড়েন গৌতম গম্ভীর। সেই সময় তিনি বলেছিলেন শুধু নেতৃত্বই না এই আইপিএল খেলার জন্য কোন টাকাও নিবেন না। এবার গম্ভীরের পথেই হাটছে মঈন আলী। তিনিও বিনা পয়সায় আইপিএল খেলার ইচ্ছেপ্রকাশ করেছেন।

আইপিএল ১১ তম আসরের নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১.৭ কোটি টাকায় ইংল্যান্ডের তারকা অলরাউন্ডারকে কিনেছিল। সিমিং পিচে নির্ভরযোগ্য ফিঙ্গার স্পিনার হিসেবে মঈনের জুড়ি মেলা ভার। তিনিই এবার বলে দিলেন,

‘‘দরকার হলে বিনা পয়সাতেই আইপিএল খেলতে চাই। আসলে এখানে অভিজ্ঞতার জন্য এসেছি। আরসিবি-তে বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, ব্রেন্ডন ম্যাকুলাম, কুইন্টন ডি’ককদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে পারব।’’

আইপিএল-এ এখনও মাঠে নামার সুযোগ হয়নি মঈনের। টিম সাউদির মতোই তিনি দ্বিতীয় বিদেশি যিনি আইপিএল-এর ডাগ আউটে বসেই গা ঘামাচ্ছেন।

যাইহোক, আইপিএল-এর অভিজ্ঞতা সঞ্চয় করে মঈন জাতীয় দলের জার্সিতে তা কাজে লাগাতে চান।