ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ম্যাচ সেরা মুমিনুল হককে প্রশ্ন করা হলো। কোন ইনিংসের সেঞ্চুরিটাকে বেশি এগিয়ে রাখবেন? দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরিটাই রাখলেন এগিয়ে তিনি। তবে প্রথমটাতে যে বাড়তি উদযাপন করলেন? সেই উত্তরটা সবাই জানেন। তার পরো মুমিনুলের মুখ থেকে যদি কিছু বেরোয়। পেশাদারিত্বের জায়গায় জমাট থাকা মুমিনুল এমন বাউন্সারও হেসেই ছেড়ে দিলেন।

চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশের কোচ থাকা কালীন তাকে দল থেকে বাদ দিয়েছিলেন। বলে ছিলেন মুমিনুল বাউন্স, অফ স্পিন খেলতে পারেন না এমন বিস্তর দুর্বলতা তোলে ধরেছিলেন তিনি। সেই হাথুরুসিংহে এখন শ্রীলঙ্কার কোচ। সেই হুতুরের দলের বিপক্ষেই চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রানের ইনিংস খেলেন মুমিনুল। সেঞ্চুরির পর চুপচাপ স্বভাবের এই ব্যাটসম্যান করেন খ্যাপাটে উদযাপন। দ্বিতীয় ইনিংসে করেছেন ম্যাচ বাঁচানো ১০৫ রান। এক টেস্টে জোড়া সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশিও তিনিই। কোনটা এগিয়ে রাখবেন?

‘আমি দ্বিতীয় ইনিংসেরটা এগিয়ে রাখব। কারণ ওটা ম্যাচ বাঁচানো ইনিংস ছিলো।’

তাহলে প্রথম ইনিংসের সেঞ্চুরির পর যে বাড়তি উদযাপন করলেন?

‘আসলে ওইরকম ভাবে চিন্তা ভাবনা করিনি… দ্বিতীয় ইনিংসটা গুরুত্বপূর্ণ ছিল। আসলে আপনি যে প্রশ্ন করলেন এর উত্তর আমার কাছে নাই’ (হাসি)