
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে একই টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন মমিনুল। চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত পাফরম্যান্সে করে পুরস্কার পেলেন মুমিনুল হক। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
সোমবার আইসিসির নতুন র্যাঙ্কিং প্রকাশ ককরে। সেই র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠে এসেছেন মুমিনুল। তিনি এখন বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের ব্যাটসম্যান। তার ওপরে আছেন তামিম ইকবাল (২১তম), সাকিব আল হাসান, (২২তম) ও মুশফিকুর রহিম (২৫তম)।
সাকিব চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে রোববার শেষ হওয়া চট্টগ্রাম টেস্টে খেলতে পারেননি। সিরিজের প্রথম টেস্টে খেলা তামিম ও মুশফিকের র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন হয়নি।
