প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে লিস্ট এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরির দিকে যাচ্ছিলেন বামহাতি ব্যাটসম্যান মমিনুল। কিন্তু ভাগ্য মুমিনুলের সাথে ছিলো না। দলীয় ৩২৮ রানের মাথায় রান আউটে ফাদে পড়েন তিনি।

আউট হওয়ার আগে ১৩৩ বলে ২৭ চার আর ৩ ছক্কায় ১৮২ রান করেছেন মুমিনুল। লিস্ট এ’ ক্যারিয়ারে এটি মুমিনুলের সর্বোচ্চ রানের ইনিংস। এর পূর্বে মুমিনুলের সর্বোচ্চ রানের ইনিংস ছিল ১৫২।

উল্লেখ্য, লিস্ট এ’ ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের মালিক রকিবুল হাসান। ২০১৭ সালে মোহামেডানের হয়ে আবাহনীর বিপক্ষে ১৯০ রান করেছিলেন তিনি।

নির্ধারিত ৫০ ওভার খেলে ৪ উইকেটে ৩৮৫ সংগ্রহ করে বাংলাদেশ এ দল। আয়ারল্যান্ড ‘এ’ দলেকে ৩৮৬ রান টার্গেট দিলো বাংলাদেশ ‘এ’ দল।