আসন্ন এশিয়া কাপের মূল স্কোয়াডে প্রথমে বার ডাক পায়নি মুমিনুল হক। তামিম ও শান্তর ইঞ্জুরির জন্য ১৬ সদ‌স্য হিসেবে দলে ডাক পায় তিনি। কিছুদিন আগে আয়ারল্যান্ড সিরিজে বাংলাদেশ’এ’ দলের হয়ে ১৮২ রানের অসাধারণ ইনিংস খেলেন মুমিনুল হক। সেই সাথে জাতীয় দলে লম্বা ইনিংস খেলে নিজের নামে সাথে যোগ করেছেন ব্র্যাডম্যানের উপাধি। সেই মুমিনুল হককে শেষ সময়ে দলে ডাক দেওয়ায় খুশি হতে পারেবি কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) শের-ই-বাংলা স্টেডিয়ামের ইনডোরে মুমিনুলকে নিয়ে নিজের অভিমত প্রকাশ করেছেন তিনি।

মুমিনুলকে নিয়ে তিনি বলেন, ‘সে যেহেতু আয়ারল্যান্ডে ভালো করেছে, তারপর এখানে সুযোগ পেয়েছে… এটা তার জন্য ভালো দিক। তারপরও আমি বলব তার অনেক উন্নতি করার জায়গা আছে, ওয়ানডেতে নিয়মিত ভালো করার জন্য। আমি আশা করি সে আরও দুইটি ফরম্যাটে দেশের হয়ে খেলবে। তবে সে এবার যেভাবে দলে সুযোগ পেয়েছে, এটাতে আমি খুব একটা খুশি না। তার সুযোগ পাওয়ায় ক্ষেত্রে কোন ফিফটি ফিফটি চান্স থাকতে পারবে না।’

এছাড়া তিনি আরও বলেন, ‘সে যেন দলে সরাসরি সুযোগ পায়, এটা তার জন্য, তার আত্মবিশ্বাসের জন্য কাজে দিবে। তার পারফর্ম করতেও সুবিধা হবে।’