
মমিনুল কে দলে ফিরিয়ে আনলেন দলের চার সিনিয়র ক্রিকেটার, মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক।
পরশু বিকেলে বিসিবি সভাপতির সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেন বাংলাদেশ দলের চার সিনিয়র ক্রিকেটার
সভাপতির সঙ্গে তাঁদের সাক্ষাতের বিষয়, ওই দিন দুপুরেই ঘোষিত অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টের দল থেকে মুমিনুলের বাদ পড়ার প্রসঙ্গ। নাজমুল হাসান নিজে থেকেই এ ব্যাপারে চার সিনিয়র ক্রিকেটারের মতামত জানতে চান। তিনি প্রশ্ন করেন, তাঁরা দল নিয়ে সন্তুষ্ট কি না।
ক্রিকেটাররাও মনের আগল খুলে কথা বলেছেন দেশের ক্রিকেটের অভিভাবকের সঙ্গে। বোর্ড সভাপতিকে তাঁরা বলেন, মুমিনুল টেস্টের প্রথম একাদশে থাকবেন কি না সেটি পরের কথা। কিন্তু তাঁর মতো একজন খেলোয়াড় ১৪ জনের দলের বাইরে থাকেন কী করে! টানা ১১ টেস্টে ফিফটি করা মুমিনুল খারাপ খেলেছেন মাত্র দুটি টেস্টে। দল থেকে বাদ পড়ার আগে তাঁর আরও সুযোগ প্রাপ্য।
মুমিনুলের ব্যাপারে মাশরাফি, মুশফিক, সাকিব ও তামিমের যুক্তির সঙ্গে একমত পোষণ করেন বোর্ড সভাপতিও।
দল নির্বাচনে কোচ চন্ডিকা হাথুরুসিংহের একক আধিপত্য এবং নির্বাচক কমিটির ‘পুতুল’-এর ভূমিকা নিয়েও চার খেলোয়াড় সভাপতির কাছে নিজেদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানা গেছে।
