
কহেলি স্মিথদের রেকর্ড ভাঙ্গাংতে ১৬০ রান দূরে ছিলো মুমিনুল হক। এ রানটা করতে ৮১তম ওভার পর্যন্ত অপেক্ষে করতে হয়েছে। ৮১ তম ওভারের হেরাথের বলটা ডাউন দ্য উইকেটে এসে লং অফ দিয়ে শূন্যে ভাসিয়ে পাঠিয়ে দিলেন দড়ির ওপাশে। আর তাতেই বাংলাদেশের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্টে দুই হাজার রান হয়ে গেল মুমিনুল।
এ মাইলফলক অর্জন করতে খেলেছে ৪৭ ইনিংস। তবে এই ক্ষেত্রে বিশ্ব রেকর্ডগুলোর দিকে না তাকানোই ভালো। ডন ব্র্যাডম্যান যে এ রেকর্ড পকেটে পুরে রেখেছেন বহু আগেই। ২২ ইনিংসের সেই ‘অপার্থিব’ রেকর্ডের ধারে কাছেও নেই কেউ! তবে মুমিনুল সান্ত্বনা পাবেন, বাংলাদেশে তিনিই দ্রুততম।
সান্ত্বনা পেতে পারেন আরেকটি তথ্য জেনে, ক্যারিয়ারের প্রথম ২ হাজার রান পেতে স্টিভ স্মিথেরও ৪৭ ইনিংস দরকার হয়েছিল। সেই স্মিথ এখন টেস্টের এক নম্বর ব্যাটসম্যান। আর সব সংস্করণ মিলিয়ে বর্তমানের সেরা ব্যাটসম্যান কোহলির দুই হাজার রান করতে দরকার হয়েছিল ৫৩ ইনিংস।
