তামিম ইকবালের রেকর্ড টপকে এক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন মমিনুল হক।

প্রথম ইনিংসে একটুর জন্য ডাবল সেঞ্চুরী মিস করা মমিনুল দ্বিতীয় ইনিংসেও ছিলেন ব্যাট হাতে দূর্দান্ত। প্রথম ইনিংসে ১৭৬ রান করে আউট হয়ে দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন হাফ সেঞ্চুরীর দেখা। আর তাতেই অনন্য এক রেকর্ড গড়ে ফেললেন বাংলার ব্রডম্যান খ্যাত মমিনুল হক।

বাংলাদেশের পক্ষে এক টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিলো এতো দিন তামিম ইকবালের দখলে। ২০১৫ সালে পাকিস্থানের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে তামিমের মোট রান ছিলো ২৩১ রান। মমিনুলের এই রেকর্ডটি স্পর্শ করতে দ্বিতীয় ইনিংসে দরকার ছিলো ৫৬ রানের।

শেষ খবর পাওয়া পর্যন্ত

বাংলাদেশ ২২১/৩

ওভার ৬৫

মমিনুল ৮৯*

লিটন ৬২*