
বর্তমানে চাকরিহীন অবস্থায় আছেন ম্যানচেষ্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়া মরিনহো। আর এই সময়ে আরেকটি বোমা ফাটানো খবর দিলেন এই পর্তুগীজ কোচ। খুব শীগ্রই তিনি কোচিংয়ে ফিরছেন এবং সেটা লিগ ওয়ানের কোন দলকে দিয়েই।
লিল এবং মন্টিপিলিয়ের এর মধ্যকার লিগ ওয়ানের ম্যাচ গ্যালারীতে বসেই দেখেছিলেন মরিনহো। আর সেখানেই বেন স্পোর্টসকে তিনি বলেছেন, খুব শীগ্রই নিজেকে লিগ ওয়ানের কোন দলের কোচ হিসেবে দেখছেন।
তাহলে প্রশ্ন, কোন দলের কোচ হচ্ছেন তিনি? পিএসজি? সেটা কি আদৌ সম্ভব? কিছুদিন আগেই নেইমার-কাভানি ছাড়াই ম্যানইউকে ২-০ গোলে হারিয়ে এসেছে পিএসজি। কোয়ার্টার ফাইনাল থেকে তাদের দলের সেরা তারকাদের পাওয়ার জোড়ালো সম্ভাবনা রয়েছে।
যদি এই দলটি শেষ চারেও যেতে পারে তাহলে টুখেলকে বরখাস্ত করা কঠিন সিদ্ধান্ত হয়ে যাবে পিএসজির জন্য।কিছুদিন আগেই মোনাকো থেকে বরখাস্ত হয়েছে থিয়েরি হেনরি। তাহলে কি এই মোনাকোর কোচ হয়েই আবার কোচিংয়ে ফিরছেন তিনি? জানতে হলে যেন অপেক্ষাই করতে হচ্ছে।
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর এপস ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
