
চলতি মৌসুমে গোলখরায় ভুগছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। লা লিগায় আট ম্যাচ খেলে মাত্র একটি গোলের দেখা পেয়েছেন এই সুপারস্টার। যার ফলে ভীষণ হতাশায় কাটছে তার।আর এর জোরেই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি।
মঙ্গলবার অনুশীলনে সতীর্থ সার্জিও রামোস ও মার্সেলোকে জানান, সময় এখনো ফুরিয়ে যায়নি। সামনে অনেক সুযোগ আছে। আর এ চলতি মৌসুমেই তার (মেসি) চেয়ে বেশি গোল করব এবং পিচিচি অ্যাওয়ার্ড (লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার) ছিনিয়ে নেব।
তবে এ চ্যালেঞ্জের খবর আস্তে আস্তে ছড়াতে থাকে এবং এক পর্যায়ে মাদ্রিদের এক রেডিও থেকে জানান, মেসিকে নিয়ে রোনালদো তাদের সঙ্গে বাজি ধরেছেন। তিনি মেসির চেয়ে বেশি গোল করবেন এবং পিচিচি অ্যাওয়ার্ড জিতবেন। আর এ খবরটি চলে যায় মেসির কানে।
আর এ খবরটি শোনার পর অট্টহাসিতে ফেটে পড়েন বার্সার এ প্রাণভোমরা। ঠোঁট বাঁকা করে নাকি তুচ্ছ তাচ্ছিলের ঢঙে উড়িয়ে দেন এ খবরটি। একইসঙ্গে এ নিয়ে মশকরাও করেন তিনি। আর এমনটিই জানিয়েছে স্প্যানিশ আউটলেট দিয়ারিও গোল।
