বিপিএলে রংপুর রাইডার্স বনাম চিটাগাং ভাইকিংসের মধ্যে সদ্য শেষ হওয়া ম্যাচে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়েন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজা ও শুভাশিষ রায়।

শুভাশিষের করা ইনিংসের ১৭ তম ওভারের তৃতীয় বলে স্ট্রাইকিং প্রান্তে ছিলেন মাশরাফি মুর্তাজা। তার করা বলে সজোরে ব্যাট চালান মাশরাফি কিন্তু বল বাম্পক্যাচ হয়ে শুভাশিষের হাতে গেলে সে বল স্টাম্পে ছুড়ে মারার ভঙ্গি করেন।

আর এতেই মাশরাফি রিয়াকশন দেখান শুভাশিষকে। আর তাতেই থেমে থাকেননি শুভাশিষও তিনি তর্কে জড়িয়ে পড়েন মাশরাফির সাথে। এবং মাশরাফির দিকে জানতে চান কি হয়েছে ভাই…এমনন করছেন কেন।

তখন মাশরাফি অনেকটা চুপ হয়ে যায়। সাথে সাথে অন্য খেলোয়াড়রা ছুটে আসে। দুই আম্পায়ার ও চিটাগাং ভাইকিংস এর অধিনায়ক এসে পরিস্থিতি সামাল দেন।