
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০১৮ সালে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ৬ জন ক্রিকেটার। নতুন কেন্দ্রীয় চুক্তিতে আছে ১০ জন ক্রিকেটার। সেই চুক্তিবদ্ধ ক্রিকেটারদের সংখ্যা কমানো হলেও, আপাতত বাড়ছে না ক্রিকেটারদের বেতন।
আগের চুক্তিতে জাতীয় দলে ক্রিকেটারের সংখ্যা ছিল ১৬ জন। নতুন চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা ১০ জনে নেমে এসেছে। তবে বিসিবির এক সূত্রে জানা গিয়েছিল চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা ১০ জনে নেমে আসলেও সেই সংখ্যাটা বারিয়ে ১৪ জন করা হবে। আরোও তিনজন বা চারজন ক্রিকেটার কারা হবে তা এখনও জানা যায়নি। কিন্তু খুব নতুন ক্রিকেটারদের সংখ্যা দ্রুতই ঘোষণা করা হবে বলেই জানিয়েছে বিসিবি।
তবে বিসিবির বিভিন্ন ঘনিষ্ট সুত্রে জানা গেছে, নতুন চারজন ক্রিকেটারের মধ্যে উইকেট কিপার ব্যাটসম্যান লিটন কুমার দাসের চুক্তিতে অন্তর্ভূক্ত হওয়াটা এক প্রকার নিশ্চিত এবং তাঁর চুক্তি সময়ের ব্যাপার মাত্র।
এছাড়া বাকি তিনজনের জায়গা পূরণ করতে বিবেচনায় আছেন অনেকে। তাদের মধ্যে আছে নাজমুল হোসেব শান্ত, সাইফউদ্দিন, নাজমুল হোসেন অপু এবং ব্যাটিং অলরাউন্ডার আরিফুল হকের নামও শোনা যাচ্ছে।
তবে চুক্তি থেকে বাদ পড়া মোসাদ্দেকের অন্তর্ভূক্তির কথা শোনা যাচ্ছে জোড়াল ভাবে । গতকালই মোসাদ্দেক বিসিএলে ১০২ রানের এক ঝলমলে ইনিংস খেলেছেন।
