সাকিবের টেস্ট বিশ্রাম নিয়ে মুশফিকুর রহিম সংবাদ মাধ্যমকে,সতীর্থের প্রতি শ্রদ্ধা রেখেই নিজের মতটা প্রকাশ করেছেন। অধিনায়ক হিসেবে ব্যাপারটি নিয়ে অবশ্যই আমি খুশি নই। কিন্তু অতিরিক্ত কাজের চাপ থেকে বিশ্রাম নিতে সাকিব যে সিদ্ধান্ত নিয়েছে, আমি সেই সিদ্ধান্তকেও সম্মান জানাই। সাকিব যদি ইনজুরড থাকতো, তারপরও আমাদের খেলতেই হতো।

সাকিব না থাকায় দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট স্কোয়াডে জায়গা পেয়ে গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এ বিষয়ে মুশফিক বলেন, রিয়াদ ভাইয়ের অন্তর্ভুক্তি আমাদের টেস্ট দলে বেশ অভিজ্ঞতা যোগ করবে। কারণ তিনি অনেক দিন ধরেই দেশের জন্য ভালো খেলে আসছেন। কিন্তু সাকিব সাকিবই। আমরা তাকে খুব মিস করবো।