খেলা শেষে বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদমাধ্যমের সামনে আসা সাব্বির রহমানও অবাক! তবে সাব্বির যা বললেন, তা শুনে আরো বেশি অবাক হবেন,,

‘আসলে উইকেট দেখে কিছু বলা যায় না। খেলে বোঝা যায় উইকেট কেমন। খেলার পর বুঝেছি উইকেট ওই রকম নয়। যেহেতু ফ্ল্যাট উইকেট, ওভাবেই বোলিং করতে হবে। আমরা সেভাবে বোলিং করতে পারিনি, তবে রান আটকানোর চেষ্টা করেছি। শেষের (দিনের) দিকে রান একটু কমও হয়েছে।’

উইকেট দেখে যদি না-ই বোঝা যায়, তাহলে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের ক্রিকেট-জ্ঞান নিয়েও প্রশ্ন তোলা যায়! আগের দিনেও যে উইকেট সবুজ মনে হয়নি, জেনেশুনে তবে কেন বিষপান?

সাব্বির অবশ্য যুক্তি দেখালেন, দক্ষিণ আফ্রিকায় টস জিতে ফিল্ডিং নেওয়া খুব স্বাভাবিক ঘটনা,। ‘দক্ষিণ আফ্রিকায় এসেছেন খেলতে। আপনি টস জিতে অবশ্যই ফিল্ডিং নেবেন। যেকোনো অধিনায়কই নেবে।