
বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের এই ধরনের অভিজ্ঞতা আগে কখনো হয়েছে কিনা দেখার বিষয়? কাপর দিয়ে চোখ বেঁধে বলের ভেতরের বিশেষ একটি শব্দ শুনে ক্রিকেট খেললেন তাঁরা। খেলার পর তাঁদের উপলব্ধি, কাজটা অনেক কঠিন! পরে এ দুজনের সঙ্গেই খেলে কঠিন কাজটাই অনায়াসে করে দেখাল দৃষ্টিপ্রতিবন্ধী শিশুরা।

দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের ক্রিকেট খেলার দক্ষতা দেখে মুগ্ধ মাশরাফি-মুশফিক। তারা বলেছেন, এই শিশুরা প্রমাণ করেছে সুযোগ পেলে তারাও সবকিছু করতে পারে। দৃষ্টিসম্পন্ন মানুষের চেয়ে তাদের দক্ষতা কোনো অংশেই কম নয়।
আজ শনিবার রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই দুই ক্রিকেটার উপস্থিত হয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের উৎসাহ দেন। শিশুদের কথা শোনেন, তাদের সঙ্গে সেলফি তোলেন। যুক্তরাষ্ট্রের ক্যাম্প অ্যাবিলিটি ইউএসএ এবং বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন হিরোজ ফর অল দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের এই সুযোগ করে দেয়।
