
বাংলাদেশের জন্য বড় একটি সুখবর প্রস্তুত রেখেছে জিম্বাবুয়ে। এদিকে দক্ষিণ আফ্রিকার সাথে টেস্ট সিরিজ শেষ করেছে বাংলাদেশ। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের আগে নেই আর কোনো টেস্ট।
তার পরও বাংলাদেশ উঠে যেতে পারে টেস্ট র্যাঙ্কিংয়ের আট নম্বরে।আর এটি হতে পারে জিম্বাবুয়ের জন্যই। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তাদের টেস্ট সিরিজ ড্র হলেই এটি হবে।
আগামী শনিবার থেকে শুরু হচ্ছে জিম্বাবুয়ে-ওয়েস্ট ইন্ডিজের দুটি টেস্ট ম্যাচের সিরিজ।ওয়েস্ট ইন্ডিজ এই টেস্ট জিততে না পারলেই বাংলাদেশ উঠবে আটে। নয় নম্বরে যাবে ওয়েস্ট ইন্ডিজ।
টেস্টে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭২ অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৫।কোনো পয়েন্ট নেই জিম্বাবুয়ের। জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ হলেও ওয়েস্ট পাবে মাত্র ১ পয়েন্ট।
এ সিরিজ ড্র হলেই ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট কমে হবে ৭২। যা বাংলাদেশের সমান। তবে তখন প্লাস পয়েন্টের কারণে আটে চলে যাবে বাংলাদেশ।
