
উইকেটের পেছনে কিপিং গ্লাভস পরা মুশফিক এ পর্যন্ত ১০৬টি ক্যাচ নিয়েছেন। তবে সাধারণ একজন ফিল্ডার হিসেবে তার ক্যাচের সংখ্যা মাত্র ২টি। যার একটি ছিল ১২ বছর আগে, আর অপরটি হলো গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে চলতি চট্টগ্রাম টেস্টে।
২০০৬ সালের মার্চে বগুড়ায় ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে ফিল্ডার হিসেবে প্রথম ক্যাচ ধরেন মুশফিক। ঐ টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে মোহাম্মদ আশরাফুলের বলে প্রতিপক্ষের অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের ক্যাচ তালুবন্দি করেছিলেন তিনি।
এরপর কেটে গেল দীর্ঘ ১২ বছর। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে আবারও ফিল্ডার হিসেবে ক্যাচ ধরলেন মুশফিক। তাইজুল ইসলামের বলে মুশির তালুবন্দি হন লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস।
