পুত্র সন্তানের পিতা হলেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। আজ (৫ ফেব্রুয়ারি) সোমবার সকাল ৯ টা ২৮ মিনিটে জান্নাতুল কিফায়াত মন্ডি ও মুশফিকুর রহিমের প্রথম সন্তান জন্মগ্রহণ করেন। মুশফিকুর রহিমের পিতা মাহবুব হাবিব তারা এই খুশির সংবাদ জানিয়েছেন। মা ও পুত্র সন্তান সবাই সুস্থ আছেন।

গতকাল চট্টগ্রাম টেস্ট ড্র করে ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশ দল। তবে সন্তান সম্ভবা সহধর্মিনীর পাশে থাকতে ম্যাচ শেষ করেই ঢাকার ফ্লাইট ধরেন মুশফিক। সন্তান ভূমিষ্ট হওয়ার সময় স্ত্রীর পাশে থাকার জন্যই চলে আসেন জাতীয় দলের এই গুরুত্বপূর্ণ ক্রিকেটার।

এদিকে মুশফিকুর রহিমের বাবা হবার খবর জানা গিয়েছিল আগেই। দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ফিরে আসার পরই স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডিকে ডাক্তার দেখানোর জন্য থাইল্যান্ড গিয়েছিলেন মুশফিক। আর তখনই জানা গিয়েছিল খুব শীঘ্রই বাবা হতে যাচ্ছেন টেস্ট দলের সাবেক এই অধিনায়ক।