
প্রথমবারের মতো পুত্র সন্তানের বাবা হলেন মুশফিকুর রহিম। সোমবার তার স্ত্রী জান্নাতুল কিফায়াত এর কোল জোড়ে আসে এক পুত্র সন্তানের। আনন্দের মুহূর্তটি ভক্তদের সঙ্গে ফেসবুকে শেয়ার করেছেন মুশফিক। তবে এখনও জানাননি কী হতে যাচ্ছে তার পুত্রের নাম।
ঢাকা টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসেও সেই বহুল চর্চিত প্রশ্নের মুখোমুখি হলেন সাবেক অধিনায়ক। জানতে চাওয়া হলো, কী রেখেছেন ছেলের নাম।
কিন্তু কিছুক্ষণ আগেই চট্টগ্রাম টেস্টে ফিল্ডারদের ব্যার্থত্য ও ক্যাচ মিস হওয়া নিয়ে গম্ভীরভাবে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মুশফিক। কিন্তু ছেলের প্রসঙ্গ আসতেই এক রাশ হাসি নিয়ে বললেন, ‘ছেলের নাম নিয়ে একটু কনফিউশনে আছি। তবে ইনশাল্লাহ ঠিক করে ফেলবো। এক সপ্তাহের মধ্যে আকীকা করবো।’
সন্তানের জন্মের মুহূর্তে স্ত্রীর পাশে থাকার জন্য দলের সঙ্গে না এসে এক দিন আগেই ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে রওনা হন মুশফিক। এর আগে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ড্র করায় দলের ব্যাটিং-এ অবদান রাখেন তিনি।
