ফেব্রুয়ারি সোমবার সকাল ৯ টা ২৮ মিনিটে জান্নাতুল কিফায়াত মন্ডি ও মুশফিকুর রহিমের প্রথম সন্তান জন্মগ্রহণ করেন। মুশফিকুর রহিমের পিতা মাহবুব হাবিব তারা এই খুশির সংবাদ জানিয়েছিলেন সকলকে।

কিন্তু তার ছেলের নাম কি হবে তা জানার আগ্রহ ছিলো বক্তদের। ভক্তদের আর অপেক্ষা না করিয়ে তার ছেলের নাম রাখলেন। এবং সকলে তা জানিয়ে দিলেন।

বাংলাদেশের প্রাক্তন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ছেলের নাম রেখেছেন শাহরোজ রহিম মায়ান।

মুশফিক তার অফিসিয়াল ফেসবুক পেজে ছেলের সঙ্গে একটি ছবি দিয়ে লিখেছেন, ‘সবাইকে আমাদের ছেলের সঙ্গে পরিচয় করিয়ে দিই, মো. শাহরোজ রহিম মায়ান। ওর জন্য দুয়া করবেন সকলে।