আগামীকাল বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারী) দুই ম্যাচ টি২০ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ-শ্রীলনংকা। আর এই সিরিজকে সামনে রেখে চলছে গুঞ্জন। এখন গুঞ্জন হচ্ছে আসন্ন সিরিজে একাদশে থাকবে ত মুশফিকুর রহিম? হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিকেল পাঁচটায় গড়াবে ম্যাচটি।

প্রথম ম্যাচের একাদশ নিয়ে কথা বলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এক পর্যায়ে তাকে প্রশ্ন করা হয়। একাদশে থাকবে ত কি মুশফিক? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে রিয়াদ বলেছেন, মুশফিকের খেলার সম্ভবনা বেশি।

টি-টোয়েন্টিতে মুশফিকের পারফরমেন্স মোটেও আশাব্যঞ্জক নয়। তার বিগত পাঁটি ম্যাচের পারফরমেন্স দেখলে হতাশাই দেখা যায়। গত পাঁচ ম্যাচে তার ব্যাট থেকে আসে ০+৮+১৫+১৩+৩=৩৮ গড় ৭.৬ । যা আসলেই হতাশাজনক।