
বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। তৃতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৫০০০ রানের ক্লাবে প্রবেশ করেছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। এর আগে এই ক্লাবে প্রবেশ করেছেন দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল ও অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান।
এশিয়া কাপে বাচা-মরার লড়াইয়ে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। হারলেই টুর্নামেন্ট থেকে এক প্রকার বিদায়। বাচা-মরার লড়াইয়ে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। তবে দলের হাল ধরেছেন মুশফিক ও লিটন কুমার দাস। দুই জনেই বেশ দায়িত্ব নিয়েই ব্যাটিং করছেন। তবে এই ম্যাচের মধ্য দিয়ে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।
এই ম্যাচে ওয়ানডে ক্রিকেটে ৫০০০ রানের ক্লাবে প্রবেশ করেছেন তিনি। এশিয়া কাপের আগে ৫০০০ রান থেকে ১৭২ রান দূরে ছিল মুশফিক। টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রানের ইনিংস খেলেন তিনি। ভারতের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করার সুযোগ থাকলেও মাত্র ৭ রান দূরে থেকে আউট হন মুশফিক। তবে আফগানিস্তানের বিপক্ষে এই সুযোগ হাতছাড়া করেননি তিনি।
