
আজকের ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে তৃতীয়বারের মত এশিয়া কাপের ফাইনাল খেলবে বাংলাদেশ দল। আর এই ম্যাচে দারুণ এক রেকর্ডে নিজের নামে করে নিলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
ভারতীয় উইকেট রক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি এবং অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়িয়ে যাওয়ায় অপেক্ষায় আছেন মুশফিক। পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে ৪৭ করে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে রানের দিক থেকে ধোনিকে ছাড়িয়ে গেলেন মুশফিক। বিরাট কোহলিকে ছাড়িয়ে গেলেন তিনি।
এশিয়া কাপে ২০ ম্যাচে ৬৪২ রান (শেষ খবর পাওয়া পর্যন্ত) । অন্যদিকে ১৮ ম্যাচে ধোনির রান ৬১২ এবং ১১ ম্যাচে কোহলির রান ৬১৩। আজকের ম্যাচে তাদেরকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে মুশফিকের সামনে।
ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক-
- সানাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা)- ২৫ ম্যাচে ১২২০।
 - কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)- ২৪ ম্যাচে ১০৭৫।
 - শচীন টেন্ডুলকার (ভারত)- ২৩ ম্যাচে ৯৭১।
 - শোয়েব মালিক (পাকিস্তান)- ১৬ ম্যাচে ৭৫৬।
 - অর্জুনা রানাতুঙ্গা (শ্রীলঙ্কা)- ১৯ ম্যাচে ৭৪১।
 - রোহিত শর্মা (ভারত)- ২১ ম্যাচে ৬৯৭।
 - মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)- ২৮ ম্যাচে ৬৭৪।
 - অরবিন্দ ডি সিলভা (শ্রীলঙ্কা)- ২৪ ম্যাচে ৬৪৫।
 - মারভান আতাপাত্তু (শ্রীলঙ্কা)- ১৩ ম্যাচে ৬৪২।
 - মুশফিকুর রহিম (বাংলাদেশ)- ২০ টি ম্যাচে ৬৪২ রান (শেষ খবর পাওয়া পর্যন্ত)।
 - মহেন্দ্র সিং ধোনি (ভারত)- ১৮ ম্যাচে ৬১৩।
 - বিরাট কোহলি (ভারত)- ১১ ম্যাচে ৬১২।
 
