এশিয়া কাপের অলিখিত সেমি-ফাইনালে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামে পাকিস্তান। ফাইনালে উঠার লক্ষে টাসে জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার সহ তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

এই চাপ সামলে নিয়ে মুশফিক ও মিঠুন ১৪৪ রানের পাটনারশীপ গড়ে তুলে। এই পাটনারশীপ এখানেই থেমে যায় আউট হয় মিঠুন। আউট হওয়ার আগে ৮৪ বলে ৬০ রানের ইনিংস খেলে। তার ইনিংসে ছিলো চারটি চারের মার।

মিঠুন আউট হলে ইমরুল মাঠে নেমে ১০ বলে ৯ করে আউট হয়। এর পর সেঞ্চুরি থেকে ১ রান দুরে থাকতে আউট হয় মুশফিক।

লিখার সময় বাংলাদেশের রান ২১০/৬

ওভার ৪৩