এশিয়া কাপে ২০ ম্যাচে মুশফিকের রান ৬৯৪। পাকিস্তানের বিপক্ষে ৯৯ রানের ইনিংস খেলে মাহেলা জয়াবর্ধনকে পিছনে ফেললো মুশফিক। এশিয়া কাপে মাহেলা জয়াবর্ধনের রান ছিলো ৬৭৪ এই রান টপকে মুশফিকের রান ৬৯৪।

ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে সর্বোচ্চ রান সংগ্রাহক-

  1. সানাথ জয়সুরিয়া (শ্রীলঙ্কা)- ২৫ ম্যাচে ১২২০
  2. কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)- ২৪ ম্যাচে ১০৭৫
  3. শচীন টেন্ডুলকার (ভারত)- ২৩ ম্যাচে ৯৭১
  4. শোয়েব মালিক (পাকিস্তান)- ১৬ ম্যাচে ৭৫৬
  5. অর্জুনা রানাতুঙ্গা (শ্রীলঙ্কা)- ১৯ ম্যাচে ৭৪১
  6. রোহিত শর্মা (ভারত)- ২১ ম্যাচে ৬৯৭
  7. মুশফিকুর রহিম (বাংলাদেশ)- ২০ ম্যাচে ৬৯৪ রান
  8. মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)- ২৮ ম্যাচে ৬৭৪
  9. অরবিন্দ ডি সিলভা (শ্রীলঙ্কা)- ২৪ ম্যাচে ৬৪৫
  10. মারভান আতাপাত্তু (শ্রীলঙ্কা)- ১৩ ম্যাচে ৬৪২
  11. মহেন্দ্র সিং ধোনি (ভারত)- ১৮ ম্যাচে ৬১৩
  12.   বিরাট কোহলি (ভারত)- ১১ ম্যাচে ৬১২