
গতকাল পাকিস্তানের বিপক্ষে ৩৭ রানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে দলের হয়ে গুরুতপূর্ণ ভূমিকা রাখে মুশফিক। এই ম্যাচে মিঠুনকে সঙ্গী করে ১৪৪ রানের জুটি করে। মিঠুন আউট হলে ৯৯ রানের এক ইনিংস খেলে মুশফিক। তার রানের উপর ভর করে পাকিস্তানকে ২৪০ রানের টার্গেট দেয় বাংলাদেশ।
এর পর দ্বিতিয় ইনিংসে মাঠে নেমে মুস্তাফিজের বলে সরফরাজের ক্যাচটি ধরতে গিয়ে বুকে ব্যাথা পায় মুশফিক। তাই সামনের ম্যাচ খেলার কথা চিন্তা করে রিস্ক নেয়নি মুশফিক। সেই সময় মাঠ থেকে উঠে যায় এই কিপার। কেননা দলে আরেরক জন উইকেট কিপার রয়েছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘ক্যাচটা ধরার পর পড়ে গিয়েছিলাম। বুকে ব্যথা পেয়েছিলাম। কিপিং করা একটু কষ্ট হচ্ছিল। ঝুঁকি নেইনি। যে অবস্থা তাতে আরেকটা ম্যাচ খেলতে হতে পারে। সাকিব, তামিম নেই। এরপর আমিও যদি না থাকি তাহলে দলের জন্য তা কঠিন হয়ে হয়ে যাবে। দু’জন কিপার তো দলে আছে। এ কারণে ঝুঁকি না নিয়ে উঠে এসেছি। সামনে মাত্র একটিই তো দিন। এ সময়ে বিশ্রাম নিয়ে পরের ম্যাচটা খেলতে চাই।’
এছাড়াও মাশরাফির দুর্দান্ত ক্যাচের প্রসংশা করতে গিয়ে মুশফিক বলেন, ‘শোয়েব দারুণ ফর্মে আছেন। তিনি এমন একজন খেলোয়াড় যিনি খেলার চিত্র পাল্টে দিতে পারেন। মশরাফি যে ক্যাচটা ধরেছে তা অসাধারণ। ক্যাচটা দলের জন্য জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। বুড়ো বয়সেও আল্লাহর রহমতে আমাদের ভালো ক্যাচ ধরার সামর্থ্য আছে। আল্লাহ আমাদের উপর সেই রহমত দান করেছেন।’
