
চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হওয়া এশিয়া কাপ এখন শেষ দিকে। সকল দল মিলিয়ে এখন পর্যন্ত খেলা হয়েছে ১২টি ম্যাচ। এই আসর শেষ হতে আর মাত্র একটি ম্যাচ বাকি।
এই আসরে অংশগ্রহণ করেছে ছয়টি দল। তার থেকে প্রথম রাউন্ড থেকে বাদ পরেছে শ্রীলংকা ও হংকং। পরের রাউন্ড থেকে বাদ পরেছে আফগানিস্তান ও পাকিস্তান। আগামীকাল ফাইনাল খেলবে বাংলাদেশ ও ভারত।
তার আগে দেখে নেওয়া যাক এই আসরে সেরা পাঁচ জনের রান।
- শিখর ধাওয়ান ৩২৭ রান।
- মুশফিক ২৯৭ রান।
- রোহিত শর্মা ২৬৯ রান।
- মোহাম্মদ শাহজাদ ২৬৮ রান।
- হাসমত উল্লাহ ২৬৩ রান।
