বিসিবির প্রধান পাপনের এইরকম মন্তব্যের পর মুশফিক বলেন, এই ইনিংসের পর থেকে তিনি হয়তো ভাববেন যে আমিও পারি। এরপর আলহামদুলিল্লাহ বলে মুশফিক বললেন, তিনি হয়তো আমার খেলা একটু অন্যরকমভাবে দেখেছেন। গত ২/৩ মাস আমরা যে পরিশ্রম করেছি তার ফল মিললে একটা ভালো লাগা থাকে। তিনি হয়তো অনুশীলন দেখেননি। ম্যাচে সেটা কাজে লেগেছে।

মুশফিকের ছক্কা মারা নিয়ে বিসিবি সভাপতি বলেছিলেন, মুশফিক যে এতো ছক্কা মারতে পারে এটাই আমি জানতাম না। একটি ক্রিকেট বোর্ডের প্রধান হয়ে নিজের ক্রিকেটারের সামর্থ্য জানা না থাকাটা হাস্যকর বটেই। ক্রিকেট বিশ্বে এমন নজির কমই দেখেছে সমর্থকরা।