বিপিএলে কেনো মুশিকে দলে রাখে নি রাজশাহী?? তার জবাব দিলেন দলটির প্রধান নির্বাহী  তাহমিদ আজিজুল হক। তিনি বলেন, “টিম কম্বিনিশনকে প্রাধান্য দিয়ে আমরা আগের আসর থেকে চারজনকে দলে রেখেছি। মুস্তাফিজুর রহমান আমাদের এই আসরের এ+ ক্যাটাগরির ক্রিকেটার। যার কারণে আমরা মুশফিককে ছেড়ে দিতে হয়েছে আমাদের।”

রাজশাহী কিংস মুশিকে ছেড়ে দিলেও দলে রেখেছে মুস্তা,মিরাজ, মমিনুল ও জাকিরকে।  তবে গত আসরে তাকে দলে ভিড়ালে খুব একটা উজ্জ্বল ছিলেন না মুশফিক। ১১ ইনিংসে ১৮.৫০ গড়ে এক ফিফটিতে ১৮৫ রান করেন মুশফিক।

কিন্তু গুঞ্জন আসছে সিলেট সিক্সার্স  এর হয়ে মাঠে নামবে দেশ সেরা এই উইকেট কিপার