বাংলাদেশ ক্রিকেট দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের মধ্য অন্যতম মুশফিকুর রহিম। ডুবে যাওয়া অনেক ম্যাচকে দিয়েছে জয়ের সাধ।

মুশফিকের ওয়ানডে অভিশেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত খেলেছে ১৯২ ম্যাচ। তার ভিতর ১৭৮ ইনিংসে ৩৩.৭৫ গড়ে রান সংগ্রহ করেছে ৫১৩০। স্ট্রাইক ৭৭.৬৬ দলের হয়ে সর্বোচ্চ রান শ্রীলংকার বিপক্ষে ১৪৪।

এখন পর্যন্ত মুশফিকের শতক রয়েছে ৬টি ও অর্ধশতক রয়েছে ৩০টি। তার ব্যাট থেকে চারের মার এসেছে ৪০৮ টি ও ছয়ের মার এসেছে ৭১টি।

টেস্ট ক্রিকেটে ৬২ ম্যাচে ১১৬ ইনিংস ব্যাট করে ৩৩.৯৪ গড়ে করেছে ৩৬৯৯ রান। স্ট্রাইক রেট ৪৬.৬১ দলের হয়ে সর্বোচ্চ ২০০ রান। শতক রয়েছে ৫টি আর্ধশতক ১৯টি। চার ৪৫২ টি ছয় ২৯টি।

টি২০ ক্রিকেটে ৭৪ ম্যাচে ৬৬ ইনিংসে ২০.৫৬ গড়ে করেছে ১১৩১ রান। স্ট্রাইক রেট ১১৯.৬৮ দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান। শতক নেই আর্ধশতক ৪টি। চার ৯৭টি ছয় ২৮টি।

তিন ফরমেট মিলিয়ে মুশফিকের রান ৯৯৬০। আর মাত্র ৪০ রান করতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০০ রান পূর্ণ হবে। সামনে জিম্বাবুয়ে সিরিজ। আশা করা যায় এই সিরিজেই নতুন মাইফলক আর্জন করবে।