
এবছর সব ফরমেটেই মুশফিকের ব্যাট থেকে রান আসে। তবে গত বছরের থেকে এই বছর টেস্টে একটু কম রান এসেছে। তবুও আছে একটি ডাবল শতক।
তবে ২০১৪ সালের দুঃখের বছর ছিল দলের। কিন্তু মুশফিকের ব্যাট চলেছে তার মতো। ৭০৪ রান করেছিলেন ৬ অর্ধশতক ও ১ শতকে।
কিন্তু সাফল্যমন্ডিত ২০১৫ সালে বিশ্বকাপ সহ বাকি সব সিরিজে ২ শতক ও ৫ অর্ধশতকে করেছিলেন ৭৬৭ রান। যা মুশির ১ বছরে সবচেয়ে বেশি।
আর বড় অর্জন হলো দেশের হয়ে আন্তর্জাতিকে ১ বছরে সবচেয়ে বেশি রান ছিলো তামিমের। তার রান সংখ্যা ছিলো ১৬৪৬। আর আর ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে মাঠে নামাত আগে মুশফিকের ৩ ফরমেট মিলিয়ে রান ছিলো ১৬৩২।
আর ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে ১৬ রান করে তামিমকে ছাড়িয়ে তিন ফরমেটে মুশফিকের রান ১৬৪৮।
