
আজ টেস্টে মাঠে নামার মধ্য দিয়ে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টেস্ট খেলবে মুশফিক।
মোহাম্মদ আশরাফুল সবচেয়ে বেশি ৬১ টি টেস্ট খেলেছেন।মুশফিক আজ খেলবে তার ৬২ তম টেস্ট। এর মধ্যে মুশফিক ৩৬৪৪ রান সাথে একটি ডাবল শতকে মোট ৫ শতক ও ১৯ টি অর্ধশতক। মুশফিক প্রথম শতক করে ভারতের বিপক্ষে। এরপর শ্রীলংকা র বিপক্ষে দেশের হয়ে প্রথম ডাবল শতক। এর পর উন্ডিসের সাথে শতক,কিউইদের মাটিতে ১৫৯,ভারতে ১২৭ করেন।
দেশের হয়ে আন্তর্জাতিক টেস্টে সাকিবের সাথে রেকর্ড জুটি। এছাড়া হাবিবুল বাশার, সাকিব, তামিম ৫০+ টেস্ট খেলেছেন।
