ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রান করে গেইলকে ছাড়িয়ে গেছেন বাংলাদেশের উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিক। বাংলাদেশ ওয়েস্ট-ইন্ডিজের দ্বিপাক্ষিক সিরিজে গেইলকে ছাড়িয়ে রান সংগ্রাহক মুশফিক। ২০০৭ থেকে ২০১৮ পর্যন্ত ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে মোট ১৮টি ম্যাচ খেলেছেন এই ব্যাটসম্যান। ১৮ ম্যাচে ৪০ গড়ে করেছেন ৬০৩ রান।

দ্বিতীয় সেরা রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন গেইল। ২০ ম্যাচে ৩২ গড়ে ৫৮৮ রান করেছেন উইন্ডিজ ওপেনার। এই রান করতে মুশফিকের চেয়ে দুই ম্যাচ বেশি খেলতে হয়েছে তাকে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন মারলন স্যামুয়েলস। তারপরেই চতুর্থ স্থানে রয়েছেন তামিম ইকবাল। মুশফিকের সমান সংখ্যক, ১৮ ম্যাচে ৩২ গড়ে ৫২০ রান করেছেন তিনি।