
অভিষেকে টেস্টে সেঞ্চুরি এবং ক্যারিয়ারের শেষ টেস্টেও সেঞ্চুরি করে সাবেক ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক।
ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ ও নিজের শেষ টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করলেন কুক।
ক্যারিয়ারের শেষ টেস্টে সেঞ্চুরি নিয়ে বিদায় নেয়া সৌভাগ্যবানদের একজন হয়েই সাদা পোশাক তুলে রাখছেন ইংল্যান্ডের পক্ষে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটসম্যান।
আর অসাধারণ কীর্তিতে দেশ-বিদেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের থেকে অনেক প্রশংসা বানী পাচ্ছেন এই ইংলিশ ব্যাটসম্যান।
এদিকে সেই তালিকায় রয়েছেন বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। কুককে অভিনন্দন জানিয়ে টুইটারে তিনি লিখেন…

What a player..!!!!! Huge Respect for u brother…privileged to play against you…finish like a Champ
‘অসাধারণ ক্রিকেটার! ভাই, তোমার জন্য অনেক সম্মান। তোমার বিপক্ষে খেলতে পেরে গর্বিত। এটা আসলেই চ্যাম্পিয়নের মতো সমাপ্তি।’
