আর মাত্র কয়েকঘন্টা বাকি এর পরেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু মাঠে নামার আগেই বড় এক দুঃংবাদ পেয়েছে বাংলাদেশ। সাকিব-তামিম ইঞ্জুরি কাটিয়ে উঠলেও আবার ইনজুরিতে পড়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহীম। প্র্যাকটিসের সময় বুকের পাজরে ব্যাথা পেয়েছে এই ব্যাটসম্যান। এতেই শ্রীলংকার বিপক্ষে মুশফিকের নিয়ে শুরু হয়েছে অনিশ্চিত।

পাঁজরে চোটের কারণে আজকে ম্যাচে থাকবেন কি না সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি টিম ম্যানেজমেন্ট। বরং জানানো হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করা হবে।

এ ব্যাপারে খালেদ মাহমুদ সুজন  বলেন, ‘মুশফিকুর রহিমের পাঁজরের ব্যথা গতকালের তুলনায় কম। তবে, আজ খেলতে পারবেন কিনা তা নিয়ে এখনো সংশয় রয়েছে।’